ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয় জেনে ইনকাম শুরু করুন

প্রিয় পাঠক আজকের মূল টপিক হচ্ছে ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয়। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু আপনি ফেসবুক মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে চাচ্ছেন। বর্তমানে প্রযুক্তি উন্নতি কারণে ইনকাম করা সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।বিশেষ করে ফেসবুক এখন সামাজিক যোগাযোগের মাধ্যম নয় বরং শক্তিশালী আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। 

ফেসবুক-মনিটাইজেশন-কিভাবে-করতে-হয়

ফেসবুক থেকে এখন প্রায় অনেকেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক যে ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয় এবং কি কি শর্ত পূরণ করতে হয়।কিভাবে কন্টেন বানালে আয় করা যাবে।এই বিষয়ে জানতে সম্পন্ন আর্টিকেলটি পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয় বিস্তারিত জানুন

ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয়

ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয় আসলে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ facebook এ যতটা ইনকাম করা  সহজ ভাবা যায় আসলে ততটা সহজ নয়।ইনকাম করতে হলে ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হয়। তবেই ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব হবে। ফেসবুকে ইনকাম করতে হলে অবশ্যই ধৈর্য ধরে প্রতিদিন ফেসবুকে কন্টেন আপলোড করতে হবে। এবং ফেসবুকে বন্ধুদের সাথে এংগেজমেন্ট বাড়াতে হবে। অবশ্যই ফেসবুকে কারোর কোন কপিরাইট কনটেন্ট আপলোড করা যাবে না। 

এবং গত তিন মাসে ৬০০০০ মিনিট ওয়াচ টাইম দেখাতে হবে। এবং তিন মিনিটের ভিডিও আপলোড করতে হবে কারণ কোনো ছোট ভিডিও আপলোড করলে তার মিনিট ফেসবুকে গ্রহণযোগ্য হবে না। ফেসবুকে মনিটেশন অন আছে কিনা দেখার জন্য ফেসবুকে প্রোফাইল অথবা পেইজে ড্যাশবোর্ডে যেতে হবে। ওখানে মনিটেশন অপশন দেখতে পাবেন সেখানে অন করে দেখবেন।যে আপনার পেজ বা প্রোফাইল মনিটেশন একটিভ হবে কিনা।

আরো পড়ুনঃ মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায় এখনি জেনে ইনকাম শুরু করুন

যদি একটিভ হয় তাহলে ওই জায়গায় আপনার ব্যাংক একাউন্ট এবং আপনার জাতীয় পরিচয় পত্র সমস্ত ঠিকানা সঠিকভাবে পূরণ করে মনিটেশন অপশনটা সেটআপ করে নিবেন। এরপরে আপনি সঠিক ভাবে ফেসবুকে নিয়ম নীতি মেনে কাজ করতে থাকবেন দেখবেন আপনার মোটামুটি মাস গেলে ভালো টাকা ইনকাম হবে। ফেসবুকে মনিটেশন কিভাবে করতে হয় সেই ব্যাপারে বিস্তারিত ভালো ভাবে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ফেসবুকে মনিটেশন অন করতে হলে যে শত গুলো মানতে হবে

ফেসবুকে মনিটেশন অন করতে হলে কিছু শর্ত মেনে কাজ করা উত্তম। আগের চাইতে বর্তমানে ফেসবুকে কমিউনিটি গাইডলাইন অনেক সতর্ক হয়েছে। এখানে ভুলভাল কাজ করলে কখনই মনিটেশন দিবে না এজন্য সঠিক নিয়মে কাজ করে যেতে হবে। আপনি আপনার প্রোফাইল থেকেও মনিটেশন অন করতে পারবেন।আবার যদি প্রোফাইল অথবা পেজ থাকে। সেই পেজ থেকেও মনিটেশন অন করতে পারবেন।সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন এবং পেজ থেকে ইনকাম করতে পারবেন।

ফেসবুক মনিটেশন অন করতে হলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইল থেকে কোন ধরনের সেক্সচুয়াল কন্টেন্ট এবং কাউকে গালাগালি অথবা কপিরাইট কোন কিছু আপলোড করা যাবে না।তাহলে আপনার মনিটেশন ব্লক হয়ে যাবে কখনোই মনিটেশন অন করতে পারবেন না। আপনার প্রোফাইলে অথবা পেজে যাচাইযোগ্য ফলোয়ারের সংখ্যা থাকা অত্যন্ত জরুরী যেমন ইনস্টিম অ্যাডের জন্য অবশ্যই ১০ হাজার ফলোয়ার এবং ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। এক কথায় আপনি ফেসবুকে সকল নিয়মকানুন মেনে যদি আপনার কাঙ্খিত কন্টেন নিয়মিত আপলোড করেন।তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনি মনিটেশন অন করতে পারবেন।

প্রধান ফেসবুক মনিটাই জেশনের পদ্ধতি সমূহ

ফেসবুক মনিটাই সেশনের পদ্ধতির সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করছি।ফেসবুকে মনিটাইজেশন অন করতে হলে যেই বিষয় অর্থাৎশর্তগুলো আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে থাকা দরকার সেগুলোই আপনাকে জানানোর চেষ্টা করছি। ফেসবুকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। 

ফেসবুক-মনিটাইজেশন-কিভাবে-করতে-হয়

এখন আপনি জানতে চাচ্ছেন যে ফেসবুকে নিয়ম নীতি কি কি শর্তগুলো পূরণ করতে পারলে মনিটেশন অন করার অপশনটি পাবেন। আপনাকে ৬টি বিষয় জানাচ্ছি এই ৬টি বিষয়ে আপনার প্রোফাইল অথবা পেজ যদি পূরণ করতে পারেন। তাহলে অবশ্যই মনিটেশন অপশনটি আপনি পেয়ে যাবেন এবং ইনকাম করতে পারবেন।

In-Stream Ads (অর্থাৎ ভিডিওটি অ্যাড যুক্ত করা)

  • ভিডিওতে তিন মিনিট অথবা তার বেশি সময় ধরে বিজ্ঞাপন দেখিয়ে টাকায় আয় করা যায়

ফেসবুকে মনিটেশন পাওয়ার শর্ত

  • ১০ হাজার ফলোয়ার থাকতে হবে
  • ৬০০,০০০ মিনিট view থাকতে হবে গত ৬ ০ দিনে
  • এবং অ্যাক্টিভ ভিউ থাকতে হবে ৫টি

Facebook Reels Monetization

  • রিলস ভিডিওর মধ্যে Overlay Ads বা পারফরম্যান্স বোনাস পাওয়া যায়
  • রিলস মনিটাইজেশনের জন্য আপনার পেজ বা প্রোফাইল যোগ্যতা অর্জন করতে পারলে অবশ্যই Meta আপনাকে জানিয়ে দিবে

Fan Subscriptions

  • ভিউয়াররা মাসে নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ দিয়ে আপনার পেড কন্টেন গুলো সাবস্ক্রাইব করতে পারে
  • সাধারণত একে বলা হয় Supporter badge সিস্টেম

Facebook Stars

  • লাইভ ভিডিও অথবা কোন ভিডিওর কমেন্টে আপনার ভিউসরা স্টার সেন্ট করে সাপোর্ট করবে
  • প্রতি 100 স্টার রে ১ ডলার করে পাবেন

Branded Content

  • বিভিন্ন ব্যান্ডের সাথে চুক্তি করে স্পন্সর কন্টেন্ট বানিয়ে আয় করা যায়
  • Meta Brand Collabs Manager থেকে অনেক সময় অফার আসতে পারে সেই অফারে  কাজ করে ইনকাম করতে পারেন

Eligibility Check করবেন যেভাবে

Eligibility Check করতে হলে অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে Meta Creator Studio।আপনার সামনে শো করলে ওখানে আপনার পেজ অথবা প্রোফাইল সিলেক্ট করতে হবে।এরপরে প্রথম পেজ আসার পরে ওখানে মনিটেশন অপশন সিলেক্ট করে দেখতে হবে Eligibility status।

কনটেন্ট তৈরি করার সঠিক কৌশল জানুন

কনটেন্ট তৈরি করার সঠিক কৌশল জানা অত্যন্ত জরুরী।বিশেষ করে ফেসবুকে যদি ইনকাম করার লক্ষ্যে পৌঁছাতে হয়।অবশ্যই কনটেন্ট তৈরি করতে হবে সুন্দর করে। মানুষকে আকর্ষণ করার মতো কন্টেন্ট বানাতে হবে এবং যে কনটেন্ট আপনি তৈরি করবেন অবশ্যই সে কনটেন্টটি কোন কপি করবেন না। নিজের কন্ঠ ব্যবহার করে ভিডিও তৈরি করবেন এবং থাম্বেল ব্যবহার করবেন।তাহলে আপনার কন্টেনের পড়ে মানুষের চাহিদা বাড়বে।আর ভিডিও দেখতে সুন্দর লাগবে তাছাড়া ভিডিওটি প্রথমে কিছু আকর্ষণীয় কিছু যুক্ত করবেন।

যেটা ভিউয়ার্সরা দেখার পরে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ইনকাম বেশি হবে।এবং প্রতিদিন নিয়মিত একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনার যারা ফলো করবে তাদের আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। কারণ আপনি প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করছেন। সে ভিডিও তাদের প্রথম পেজে শো করবে যার কারণে আপনার ভিডিওর ভিউ হবে অনেক বেশি।

ফেসবুকে কন্টেন মনিটাইজেশন হয় না কি কারণে

ফেসবুকে কন্টেন মনিটাইজেশন হয় না কি কারণে সেটা অনেকেই হয়তোবা জানি আবার কেউ জানে না।তাই আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব কন্টেন মনিটেশন যদি না অন করতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনাকে সঠিক নিয়ম মেনে ফেসবুকে কাজ করতে হবে। তাহলে পাবেন।বর্তমান যুগে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমেই নয়।

ফেসবুক-মনিটাইজেশন-কিভাবে-করতে-হয়

বরং এখান থেকে প্রতিনিয়ত মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। নিয়ম মেনে কাজ করেছে যার ফলেই তারা ইনকাম করতে পারছে। এজন্য আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই ফেসবুকে নিয়ম নীতি মেনে কাজ করেন দেখেন কিছুদিনের মধ্যে আপনি ফেসবুকের কন্টেন মনিটাইজেশন পেয়ে যাবেন। কন্টেন মনিটেশন না হওয়ার কারণ হচ্ছে।
  • কম ফলোয়ার এবং কম এংগেজমেন্ট
  • কপিরাইট কন্টেন অথবা কপি মিউজিক ব্যবহার
  • কম সময়ের ভিডিও আপলোড করা অবশ্যই ৩ মিনিটের বেশি থাকতে হবে
  • ফেক ভিউ সংগ্রহ করা এবং বুস্ট ব্যবহার করা
  • ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা

লেখকের শেষ কথাঃ ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয়

ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয় এই বিষয়ে হয়তোবা আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন। তারপরও আপনাকে বিস্তারিত একটু জানাই ফেসবুক এখন শুধু  বিনোদনের মাধ্যমেই নয় বরং একটি শক্তিশালী ইনকামের রাস্তা। যদি আপনি ফেসবুকে মনিটেশন কিভাবে করতে হয়। এবং আপনি সে নিয়ম-নীতি মেনে কন্টেন তৈরি করে আয় করতে পারেন। আর একটা কথা আপনি মনে রাখবেন যে কোনো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে ট্যাগ এবং ধৈর্য ধরতে হবে তাহলে আপনি সাফল্য চাবিকাঠি পেয়ে যাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কিউফুল ওয়েবসাইটতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url