ব্লগ থেকে কিভাবে আয় করা যায় বিস্তারিত জেনে ইনকাম শুরু করুন

প্রিয় পাঠক ব্লগ থেকে কিভাবে আয় করা যায়।এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন অর্থাৎ আপনি ব্লগ থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন।ইনকাম করার ধারাবাহিক নিয়ে আজকে আর্টিকেলটি সাজানো হয়েছে।এই আর্টিকেল এর মধ্যে ইনকাম করার কিছু টিপস এবং পদ্ধতি আমি তুলে ধরব।
ব্লগ-থেকে-কিভাবে-আয়-করা-যায়
যে পদ্ধতি আমি নিজের অভিজ্ঞতায় অনেক রিসার্চ করে পেয়েছি। সেটা আপনার মাঝে শেয়ার করব আর ব্লগ থেকে ইনকাম করার সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই আর্টিকেলটি পড়তে হবে। তাহলে ব্লগ থেকে কিভাবে খুব সহজে ইনকাম করা যায় সেই বিষয়টি আপনি বুঝতে পারবেন। তাহলে আর দেরি কেন সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ ব্লগ থেকে কিভাবে আয় করা যায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ব্লগ থেকে কিভাবে আয় করা যায় আসলে ইনকাম করা খুবই সহজ।আবার কঠিন যদি সঠিক গাইডলাইন মেনে আয় করা লক্ষ্যে পৌঁছান তাহলে ইনকাম করতে পারবেন।আর বিশেষ করে যে কোন কাজ লেগে থাকতে হবে হাল ছেড়ে দিলে সে কাজে আপনি সাফল্য হবেন না।ব্লগ প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত হাজার হাজার ফ্রিল্যান্সারের ইনকাম করছে।সেখানে তারা যদি ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনাকে পারতে হবে।আর আপনি কিভাবে ইনকাম করবেন সেই বিষয়টি নিয়েই আর্টিকেল।ব্লগ থেকে আয় করতে হলে অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট খুলতে হবে।

এখন আপনি ভাবতে পারেন যে কোন বিষয়ে ওয়েবসাইট খুলবো। সেটা সম্পূর্ণ আপনার পরে নির্ভরশীল আপনি যে নিছ নিয়ে কাজ করতে চান সেই বিষয়ে ওয়েবসাইট খুলবেন। যদি নিউজ পেপার হয় তাহলে নিউজ পেপার ওয়েবসাইট খুলবেন যদি স্বাস্থ্য লেখালেখি করতে চান তাহলে স্বাস্থ্য বিষয়ে একটা নাম দিয়ে ওয়েবসাইট খুলবেন সেটা সম্পূর্ণ আপনি ডিসিশন নিবেন। ওয়েবসাইট খোলার পরে আপনি সম্পূর্ণ ওয়েবসাইটকে আপনার মত সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে গুগলে সাবমিট দিবেন। এখন আপনি ভাবতে পারেন ডোমেন হোস্টিং ছাড়া গুগলে সাবমিট হবে।

আর ফ্রি আমার ওয়েবসাইট গুগলে র‍্যাক করবে। যদি আপনি সেইভাবে সুন্দর করে আর্টিকেল লিখতে পারেন এসইও করতে পারেন তাহলে ফ্রি ওয়েবসাইট গুগলের র‍্যাক করবে । আর যদি মনে করেন ডোমেইন হোস্টিং ক্রয় করে গুগলে সাবমিট করব সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। ডট কম কিনলে গুগলে তাড়াতাড়ি ওয়েবসাইট র‍্যাক করে এবং খুব অল্প সময়ের মধ্যে google এডসেন্স পেয়ে যাবেন। তাছাড়া আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যারিস্টার এর সাথে যুক্ত করে এবং আপনার ওয়েবসাইটের লিংক নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম করতে পারেন।আরো বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়ুন

আরোও পড়ুনঃ কম বাজেটে লাভজনক ব্যবসার সুযোগ বিস্তারিত জেনে নিন

ব্লগ থেকে কি ধরনের আয় হয়

ব্লগ থেকে কি ধরনের আয় হয় কম-বেশি এটা অনেকেরই জানার কথা।আর্টিকেল লিখে ওয়েবসাইটে পাবলিশ করা এর মাধ্যমে ইনকাম হয়।প্রতিদিন নিয়মিত সুন্দর সুন্দর বিষয়ে আর্টিকেল লিখতে হবে। একটা চিন্তা করতে হবে যে মানুষ কি জানতে চায় কোন বিষয়ে মানুষ সার্চ করছে গুগলে। আপনি সেই বিষয়টি নিয়ে অর্থাৎ কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করবেন এবং তার সার্চ বলেন কত আছে কতজন ওই কিওয়ার্ড নিয়ে লেখালেখি করেছে।এসব ব্যাপারে জেনে তারপরে সে কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখতে হবে।

ব্লগ-থেকে-কিভাবে-আয়-করা-যায়

এবং আর্টিকেলটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে যাতে একজন পাঠক আপনারা আর্টিকেলটি পড়তে এসে বিরক্তিবোধ না হায়। আপনি যা বোঝাতে চেয়েছেন তাই আর্টিকেলের মধ্যে সুন্দরভাবে উপস্থাপনা করবেন। কারণ এখন মানুষ ভিডিও চাইতে পড়তে ভালোবাসে। এজন্য এমন কিছু লেখা যাবে না যেটা পড়তে এসে পাঠক না পড়ে চলে যায়।আর যদি আপনি নিয়মিত আর্টিকেল লিখে গুগলে পাবলিশ করেন দেখবেন একপর্যায়ে আপনার ওয়েবসাইটে প্রতিদিন অসংখ্য লোক আসা যাওয়া করবে। ওয়েবসাইটে এডসেন্সের জন্য আবেদন করবেন।

অনেক সময় আবেদন করতে দুই এক মাস লেগে যায় আবার ২৪ ঘন্টার মধ্যেই আবেদন জমা নিয়ে নেয় অর্থাৎএকসেপ্ট করে।এই জন্য চিন্তা করার দরকার নেই ধৈর্য ধরে কাজ করতে থাকেন সাফল্য পেয়ে যাবেন। আর প্রশ্ন হচ্ছে ব্লগ থেকে কি ধরনের আয় হয়। আসলে এই  আয়টি হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি যেকোনো বিষয়ে একটি আর্টিকেল লিখলেন,সেটা কিন্তু আপনার ওয়েবসাইটে থেকে গেল সে আর্টিকেলটি বলে প্রথম পেজে রেংক করছে।

আরোও পড়ুনঃ অনলাইনে আয় করার সেরা পদ্ধতি ২০২৫ বিস্তারিত জেনে নিন

আপনি যে বিষয়ে আর্টিকেল লিখেছেন সেই বিষয়ে সার্চ করছে অনেকেই। প্রথমেই আপনার আর্টিকেলটা তার সামনে শো করল। তখন সে আপনার আর্টিকেলটি ক্লিক করে পড়লো এর বিনিময়ে কিন্তু আপনার ইনকাম হল। এখন আপনার কৌতহাল থেকে গেল যে ব্লগ থেকে ইনকাম হয় কিভাবে। জানতে আরও পড়ুন।

ব্লগ থেকে ইনকাম হয় কিভাবে

ব্লগ থেকে ইনকাম হয় কিভাবে আসলে এটা জানা অনেকেরই দরকার।অনেকে ভাবে যে শুধু লেখালেখি করে কি ইনকাম করা যায়। হ্যাঁ অবশ্যই লেখালেখি করে ইনকাম করা যায়। কিন্তু লেখালেখি করে কিভাবে ইনকামটা হয় সেটা আপনি হয়তো বা জানেন আবার নাও জানতে পারেন। তারপরও আমি আপনার মাঝে বিস্তারিত আলোচনা করছি যে কিভাবে মূলত ব্লক থেকে ইনকাম হয়। ব্লগ থেকে ইনকাম হয় আপনি যখন একটি আর্টিকেল সুন্দর করে লিখে আপনার ওয়েবসাইটে পোস্ট করেন। সেটি যখন  google হ্যাংক করবে।

আপনি যে বিষয়ে আর্টিকেল লিখেছেন সেই বিষয়ে অনেকেই সার্চ করছে দেখা যাচ্ছে আপনার আর্টিকেল সামনে আসলো। তখন সে আপনার আর্টিকেল ক্লিক করে পরলো। এখন বিষয়টি হচ্ছে আর্টিকেলের মধ্যে। পাঠক যখন আপনার আর্টিকেলটি পড়ছে ওই অ্যাড পাঠকের সামনে শো করছে। অ্যাড শো করার কারণেই আপনার ইনকাম হচ্ছে। 

তাছাড়াও আপনি কোন প্রোডাক্টসের কোম্পানির সাথে চুক্তি হতে পারেন।দেখা যাচ্ছে তাদের প্রোডাক্টসের অ্যাড আপনার ওয়েবসাইটে চালাতে পারেন। তার বিনিময়ে আপনার ইনকাম হবে। তাছাড়া আপনি যে কোন লিংক আপনার ওয়েবসাইটে রাখলেন সেই লিংকের বিনিময়েও আপনার ইনকাম হবে।

ব্লগের মূল চালিকাশক্তি কি

ব্লগের মূল চালিকাশক্তি কি এটা কি আপনি জানেন হয়তোবা জানতেও পারেন। ব্লগের মূল চালিকা শক্তি হচ্ছে আর্টিকেল। আপনার ব্লগার ওয়েবসাইট নির্ভর করবে আপনার আর্টিকেলের উপর। আপনার আর্টিকেল যদি সুন্দরভাবে এসিও করে পাবলিশ কর... তাহলে আপনার আর্টিকেলটি গুগলে প্রথম পেজে রেংক করা সম্ভব না থাকবে। আর গুগলের প্রথম পেজে রান করা মানেই আপনার ওয়েবসাইটের ভ্যালু বেড়ে গেল অর্থাৎ গুগলের কাছে আপনার ওয়েবসাইট বিশ্বাসটা অর্জন করলো। 

এই জন্য আপনাকে কিওয়ার্ড রিচার্জ করতে হয়।কোন চাহিদা কেমন এবং কত জন সার্চ করে সেটা জেনে তারপরে আর্টিকেল লিখতে হবে। এবং আর্টিকেল লেখার সময় একটি কথা মাথায় রাখতে হবে। যে আর্টিকেলটি লিখবেন অবশ্যই লোভনীয় এবং সবাই যাতে বুঝতে পারে আপনার লেখা পড়তে পা... তাহলেই আপনার আর্টিকেলটি মান সম্পূর্ণ হবে।

তাছাড়া আর্টিকেলটি লিখে আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে রিভিউ দিবেন কোথাও কোন জায়গায় ভুল ত্রুটি আছে কিনা এবং সর্বশেষ আর্টিকেল এর মধ্যে প্রথমত আপনার মেন কিওয়ার্ড আপনার আর্টিকেল এর মধ্যে ১০ জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে আপনার আর্টিকেলটি সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি হবে। এবং গুগলে ভালো একটা জায়গা করে নিতে পারবেন।

ব্লগ তৈরির নিয়ম

ব্লগ তৈরির নিয়ম নিয়ম সম্পর্কে আপনাকে সঠিক পরামর্শ দিব। ব্লক তৈরি করার আগে অবশ্যই আপনাকে সুন্দর একটা নাম সিলেট করে ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে। এবং ওয়েবসাইটটা নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর্টিকেল লেখার উপযোগী করতে হবে। এবং ওয়েবসাইটের বিশেষ করে ভালো থিম ব্যবহার করতে হবে। থিম খারাপ হলে আপনার ওয়েবসাইট আর্টিকেল গুগলে র‍্যাঙ্ক করবে না। অবশ্যই থিম চেক করে নিতে হবে।যে কত সময় ধরে লোড নেয়।

অবশ্যই সিমের লোডিং স্পিড ৩-৪ সেকেন্ডের নিচে থাকতে হবে। তাহলে সেই থিম ব্যবহার করা যাবে। এরপর আপনাকে যেকোনো একটি টপিক নিয়ে লেখালেখি করতে হবে। আর অবশ্যই এক ধরনের টপিক নিয়ে লেখার চেষ্টা করবেন। তাহলে খুব তাড়াতাড়ি আপনার আর্টিকেল গুগলে প্রথম পেজে শো করবে। এবং আপনার ওয়েবসাইট গুগলের কাছে বিশ্বাস অর্জন করবে। আর্টিকেল লেখার সময় অবশ্যই লং টেল কিওয়ার্ড রিসার্চ করে লিখতে হবে এটা প্রথম অবস্থায়। আর আর্টিকেল এসিও করতে হবে। লোকাল এসিও যেমন আপনি যে কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবেন।

সে কিওয়ার্ড আপনার আর্টিকেল এর মধ্যে দশ জায়গায় ব্যবহার করবেন।এবং আর্টিকেলের মধ্যে  ফোকাস কিওয়ার্ড রাখবেন। যে বিষয়ে আর্টিকেল লিখবেন সেই বিষয়ের আর্টিকেল গুগল প্রথম পেজে রেংক করছে।সে আর্টিকেল থেকে ধারণা নিবেন নিয়ে আপনার মতন করে লিখবেন।সে যদি আর্টিকেলে দুইটা ইমেজ ব্যবহার করে। তাহলে আপনি তিনটা ইমেজ ব্যবহার করবেন।

তাছাড়া দেখবেন সে আর্টিকেল এর মধ্যে কতটি লিংক ব্যবহার করেছে যদি সে তিনটি লিংক ব্যবহার করে তাহলে আপনি চারটি লিংক ব্যবহার করবেন।এক কথায় সে আর্টিকেলের মধ্যে যা যা ব্যবহার করেছে যে কয়টি পয়েন্ট বা হিডেন আপনি তার চাইতে একটা হলে বেশি রাখবেন।তাহলে আপনার আর্টিকেল গুগলে তার আগে রেংক করবে।

ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়

ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা। ব্লগ থেকে আয় করার অনেক ধরনের মাধ্যম আছে। আপনার ওয়েবসাইটে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন করে ভিজিটর আসে তাহলে গুগল এডসেন্স এর কাছে আবেদন করে এডসেন্স  এপ্রুভাল করে নিতে পারেন।

ব্লগ-থেকে-কিভাবে-আয়-করা-যায়

তাছাড়া আরেকটি মাধ্যম আছে সেটি হচ্ছে অ্যাডেস্টার নেটওয়ার্ক এখানে আপনার ওয়েবসাইট কানেক্ট করে দিতে পারেন। আপনার ওয়েবসাইটে যে ভিজিটর আসবে আপনার আর্টিকেল পড়ার জন্য। আর্টিকেল পড়ার সময় তাদের সামনে অ্যাড শো করবে তার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। আপনার মাধ্যমে দুইটি মাধ্যম তুলে ধরছি সে দুটি মাধ্যম হচ্ছে ।

  • গুগল এডসেন্স
  • অ্যাডেস্টার নেটওয়ার্ক

লেখক এর কথাঃ ব্লগ থেকে কিভাবে আয় করা যায়

ব্লগ থেকে কিভাবে আয় করা যায় এই বিষয়টি নিয়ে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি ।হয়তোবা আর্টিকেল পড়ে আপনি ব্লগ থেকে কিভাবে আয় করা যায় সেই সম্পর্কে জানতে পেরেছেন।ব্লগ থেকে আয় করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে রেগুলার এবং মানসম্পন্ন আর্টিকেল লিখতে হবে। তাছাড়া আর্টিকেল লোকাল এসিও করতে হবে। এবং লং টেল কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখতে হবে।
তাহলে খুব তাড়াতাড়ি গুগলে ভালো পজিশনে জায়গা করে নিতে পারবেন। যদি আপনার ওয়েবসাইটে প্রতিদিন ৫০-৬০ জন আসা-যাওয়া থাকে তাহলে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারেন।তাছাড়া আরেকটি মাধ্যমে ইনকাম করতে পারেন সেটি হচ্ছে অ্যাডেস্টার নেটওয়ার্ক।আপনার ব্লগার ওয়েবসাইট অ্যাডেস্টার নেটওয়ার্কে কানেক্ট করে দিবেন তাহলে দেখবেন আপনার মোটামুটি ভালো টাকা ইনকাম হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কিউফুল ওয়েবসাইটতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url