৩০ রোজার ফজিলত দলিল সহ- ৩০টি মূল্যবান ফজিলত
৩০ রোজার ফজিলত দলিল সহ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আর্টিকেলের মধ্যে আলোচনা করা হবে। সারা বিশ্বের মুসলমানদের একটি পবিত্র মাস হচ্ছে রমজান মাস। এই মাসে মুসলমানদের গোনা মাফ করে দেয় মহান আল্লাহতালা। রমজান মাসে যে সওয়াব বরকত পাওয়া যায় সারা মাসে ইবাদত বন্দি করেও এই সওয়াব পাওয়া যায় না। রমজান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাত লাইলাতুল কদর।
রমজান মাসে মহান আল্লাহতালা গুনাহ লিখা এবং কবরে আজাব দেওয়া থেকে বন্ধ রাখে। ৩০ টি রোজার ফজিলত নিয়ে আলোচনা করব এবং রোজার মাসে কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবেন এবং কিভাবে নামাজ কায়েম করবেন এবং ইফতার কিভাবে করবেন। কিভাবে রোজার মাসে চলাফেরা করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকের আর্টিকেল। আর্টিকেলটি সম্পূর্ণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ুন তাহলে রোজার ফজিলত সম্পর্কে জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ ৩০ রোজার ফজিলত দলিল সহ বিস্তারিত আলোচনা করা হলো
- ৩০ রোজার ফজিলত দলিল সহ
- ৩০ রোজার ফজিলত মূল আলোচনা
- রমজান মাসের বরকত সম্পর্কে জেনে নিন
- রমজান মাসে রোজায় থেকে কিভাবে চলতে হবে
- রমজান মাসের গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর
- ইফতার যেভাবে করবেন জেনে নিন
- লেখক এর শেষ কথাঃ ৩০ রোজার ফজিলত দলিল সহ
৩০রোজার ফজিলত দলিল সহ
৩০ রোজার ফজিলত দলিল সহ আর্টিকেল এর মধ্যে আলোচনা করব। রমজান মাস এমন একটি মাস এ মাসে সারা মাসের চেয়ে উত্তম একটি মাস । এ মাসে মহান আল্লাহতালা ঈমানদারদের ধৈর্য পরীক্ষা মাধ্যমে বান্দার সওয়াব এবং সারা মাস যে পাপ করেছে। সে পাপ নেকিতে ভরে দেয়। ত্রিশটি রোজা রাখার পর বান্দাকে ফুলের মত পবিত্র গুনা ব্যতীত নিষ্পাপ বাচ্চার মত করে দেয়। এজন্য রমজান মাসে অবশ্যই.৩০টি রোজা রাখতে হবে। রমজান মাসের যে নিয়ম কারণগুলো আছে অবশ্যই মেনে চলতে হবে।
আরোও পড়ুনঃ ডায়াবেটিস রোগীর মধু খাওয়ার নিয়ম জেনে নিন
রমজান মাস মানেই বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া জানানো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করা। এই মাসে যত আল্লার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যায়। যত আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ তা'আলা তত আপনার ক্ষমা করে দিবে এবং নেকি প্রদান করবে। রোজা এমনই একটি ইবাদত। সকল ইবাদতের মধ্যে ভিন্ন। পবিত্র অর্থাৎ পাপমুক্ত হওয়ার জন্য রোজা গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে ৩০ টি রোজার ফজিলত সম্পর্কে বর্ণিত আছে। পবিত্র কোরআনের ভিত্তিতে ৩০ টি রোজা ফজিলত জানার চেষ্টা করবো।
৩০ রোজার ফজিলত মূল আলোচনা
৩০ রোজার ফজিলত দলিল সহ আলোচনা করছি। রমজান মাস ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ রুকনের সম্পর্ক রয়েছে। এই মাসে সিয়াম পালন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব অর্থাৎ ফরজ। যেমন জিলহজ মাসে হজ হওয়ার কারণে সেই মাসের মর্যাদা বেড়েছে তেমনি রমজান মাসে রোজা হওয়ার কারণে মাসের মর্যাদা বেড়েছে। মহান আল্লাহতালা বলেন " হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছে তোমাদের পরবর্তী দের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পারো "
(সূরা বাকারাঃ১ ৮৩)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে সিয়াম একটি। সিয়াম জান্নাত পাওয়ার একটি মাধ্যম। হাদিসে এসেছে যে আল্লাহতালা ও তাঁর রাসূলের প্রতি যে ঈমান আনলো সালাত কায়েম করল যাকাত আদায় করল সিয়াম পালন রমজান মাসে করলো। আল্লাহর তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে (সহীহ বুখারী)।
৩০টি ফজিলত হলোঃ
- ১ম রোজার ফজিলত- রমজানের প্রথম রোজায় ফজিলতের কথা বলা হয়েছে যে রোজাদারকে নিষ্পাপ নবজাতকের মত করে দেয়া হয়। অর্থাৎ সকল গুনাহ মাফ করে দেয়া হয়।
- ২ তম রোজার ফজিলত-দ্বিতীয় রোজার ফজিলতে বলা আছে রোজাদারের মা-বাবা জীবনে যত প্রকার গোনা করেছে সব গুনা মাফ করে দেবে মহান আল্লাহতালা।
- ৩তম রোজার ফজিলত- একজন ফেরেশতা আল্লাহর কাছে রোজাদারের জন্য ক্ষমার ঘোষণা পাঠায়।
- ৪ তম রোজার ফজিলত-রোজাদারকে আসমানী চার কিতাবের বর্ণের পরিমাণের সওয়াব প্রদান করে।
- ৫ তম রোজার ফজিলত- রোজাদারকে মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়।
- ৬ তম রোজার ফজিলত- ফেরেশতাদের সাথে ৭তম আকাশে অবস্থিত বাইতুল মামূর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়।
- ৭ তম রোজার ফজিলত- ফেরাউনের বিরুদ্ধে মুসা আঃ সালাম এর পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়।
- ৮ তম রোজার ফজিলত- রোজাদারের উপর হযরত ইব্রাহিম আঃ সালাম এর মত রহমত বর্ষিত হয়।
- ৯ তম রোজার ফজিলত-নবী-রাসূলদের সাথে দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব দেওয়া হয়।
- ১০ তম রোজার ফজিলত-রোজাদারকে দুজাহানের কল্যাণ দান করা হয়।
- ১১ তম রোজার ফজিলত- রোজাদারের মৃত্যু নিষ্পাপ নবজাতকের মত নিশ্চিত হয়।
- ১২ তম রোজার ফজিলত-হাশরের ময়দানে অর্থাৎ কিয়ামতের ময়দানে রোজাদারের চেহারা চাঁদের মত সুন্দর এবং উজ্জ্বল করা হবে।
- ১৩ তম রোজার ফজিলত- কিয়ামতের ময়দানে সকল প্রকার বিপদ থেকে রোজাদারকে হেফাজতে রাখা হবে।
- ১৪ তম রোজার ফজিলত- কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ রোজাদার ব্যক্তিদের জন্য সহজ করা হবে।
- ১৫ তম রোজার ফজিলত-সমস্ত ফেরেশতারা রোজাদার দের জন্য আল্লাহর কাছে দোয়া করবে।
- ১৬ তম রোজার ফজিলত-রোজাদারকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্ত এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করবে।
- ১৭ তম রোজার ফজিলত- একদিনের নবী-রাসূলগণের সমান সওয়াব দেওয়া হবে।
- ১৮ তম রোজার ফজিলত-রোজাদার এবং রোজাদারের মা-বাবার প্রতি আল্লাহর সন্তুষ্ট সংবাদ দেওয়া হয়।
- ১৯ তম রোজার ফজিলত- পৃথিবীর সকল পাথর কংকর টিলা টংকর থেকে শুরু করে সবাই রোজাদারের জন্য দোয়া করতে থাকে।
- ২০তম রোজার ফজিলত- আল্লাহর পথে জীবন দেওয়া শহীদদের সমান সওয়াব প্রদান করা হয়।
- ২১ তম রোজার ফজিলত- রোজাদারদের জন্য জান্নাতে সবচেয়ে সুন্দর প্রাসাদ তৈরি করা হয়।
- ২২ তম রোজার ফজিলত- হাশরের ময়দানে সকল প্রকার চিন্তা টেনশন থেকে মুক্ত করা হয়।
- ২৩ তম রোজার ফজিলত- রোজাদারদের জন্য জান্নাতে সুন্দর একটি শহর তৈরি করা হবে।
- ২৪ তম রোজার ফজিলত- যেকোনো ২৪ টি রোজাদারের দোয়া কবুল করা হয়।
- ২৫ তম রোজার ফজিলত- রোজাদারের কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেয়া হয়।
- ২৬ তম রোজার ফজিলত- রোজাদারদের ৪০ বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়।
- ২৭ তম রোজার ফজিলত- পুলসিরাত খুব সহজে পার করে দেয়া হয়।
- ২৮ তম রোজার ফজিলত- জান্নাতের নেয়ামত রোজাদারদের জন্য দ্বিগুণ বাড়িয়ে দেয়া হয়।
- ২৯ তম রোজার ফজিলত- ১০০০ কবুল হজের সওয়াব প্রধান করে
- ৩০ তম রোজার ফজিলত- পুরো রমজানের ফজিলত দ্বিগুণ বাড়িয়ে দেয়া হয়।
রমজান মাসের বরকত সম্পর্কে জেনে নিন দ্বিগুন
- মহান আল্লাহতালা কাছে রোজা পালনকারীর ব্যক্তির মুখের না খাওয়া জনিত গন্ধ মিসকের সুগন্ধ থেকেও উত্তম হয়।
-
ইফতার করা আগ পর্যন্ত ফেরেস্তাগন মহান আল্লাহতালার কাছে রোজাদারের জন্য
মাগফিরাতের দোয়া করতে থাকে।
- আল্লাহতালা প্রতিদিন রোজাদার ব্যক্তির জন্য তার জান্নাত কে সুন্দর সুগন্ধ যুক্ত করে গড়ে তোলে আল্লাহ তা'আলা বলেন আমার নেককার বান্দাগণ অনেক কষ্ট স্বীকার করে আমার কাছে আসছে।
-
রমজান মাসে শয়তানদেরকে শৃঙ্খলা বদ্ধ রাখা হয় যার ফলে অন্য মাসেও শয়তান
মানুষকে বিভ্রান্তি খারাপ পথে নিয়ে যেতে পারে না।
-
রমজানের শেষ রাতে কথার অর্থাৎ শেষ রজনীতে রোজা পালনকারী কে আল্লাহতালা ক্ষমা
করে দেয় এবং জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ নেকিতে পূরণ করে দেয়।
কিউফুল ওয়েবসাইটতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url