IOS 14 এবং IPadOS 14 এ ফুল স্ক্রীন তৈরি করুন খুব সহজে
IOS 14 এবং IPadOS 14 এ ফুল স্ক্রীন তৈরি করবেন সেই ব্যাপারে আজকে আর্টিকেলের মধ্যে আলোচনা করা হবে। এখন মানুষ প্রযুক্তি নির্ভরশীল। প্রযুক্তি ব্যবহার করা ছাড়া কোন কাজ করতে পারে না। সিরি কার্যকারিতা বেশ ভালো। iphone IOS 14 এবং ipad PadOS 14 ভার্চুয়াল স্কিনে ফুল এইচডি ক্যাপচার শো করে অর্থাৎ ছবি শো করবে।
আবার যখন আপনি মনে করবেন ফুল স্কিন টি বন্ধ করে রাখবেন তাও বন্ধ করতে পারবেন। IOS 14 এবং IPadOS 14 এটি একটি অপরটিক্যাল সিস্টেম। এটি প্রত্যেক ফোনে ডিসপ্লের কালার সুন্দর করে এবং এক ফোনের ডিসপ্লে অন্য ফোনে কানেক্ট করা যায়। কিভাবে অবশ্যই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন তাহলে IOS 14 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ IOS 14 এবং IPadOS 14 এ ফুল স্ক্রীন তৈরি
- IOS 14 এবং IPadOS 14 এ ফুল স্ক্রীন তৈরি
- IOS 14 মূলত এর কাজ কি জেনে নিন
- IPadOS 14 মূলত এর কাজ কি জেনে নিন
- আইফোনে IOS 14 সিরি চালু করবেন যেভাবে
- IPadOS 14 সিরি চালু করবেন যেভাবে
- ফুল স্ক্রিন মোড ইমপ্লিমেন্ট করার পদ্ধতি দেখে নিন
- যেভাবে সাইন আপ করবেন অ্যাপলে
- IOS 14 এবং IPadOS 14 ইনস্টল করুন
- লেখক এর মন্তব্যঃ IOS 14 এবং IPadOS 14 এ ফুল স্ক্রীন তৈরি
IOS 14 এবং IPadOS 14 এ ফুল স্ক্রীন তৈরি
IOS 14 এবং IPadOS 14 এ ফুল স্ক্রীন তৈরি করবেন যেভাবে মূলত আজকের আর্টিকেলে আলোচনা করছি। IOS 14 এবং IPadOS 14 এ অপরটিক্যাল সিস্টেম থাকে iphone অথবা ipad। যে বিষয়টি নিয়ে আলোচনা করছি। ipad এবং iphone সিস্টেম সেটিং কিন্তু এক। যেকোনো একটি সম্পর্কে জানলে iphone অথবা ipad ফুল স্কিন তৈরি করতে পারবে। সেটিং সম্পর্কে জানতে হবে এবং ভালো করে বুঝতে হবে। তাহলে করতে পারবেন। অনেকেই আছে নিজের পছন্দের মানুষের সাথে কথা বলে। সে চাই আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতে দিব না।
অতএব ব্যাকগ্রাউন্ড সুন্দর একটি ইমেজ সো করবে। নিজের পেছনে। সিরি ব্যবহার করে ফুল স্কিন সুন্দর ক্যাপচারে পরিণত করা যায়। আবার পেছনের ব্যাকগ্রাউন্ড ঝাপসা ঘোলা করা যায়। নিজের ছবিটা স্পষ্ট শো করে দেখতে রিয়েল মনে হয়। এই ডিজিটাল প্রযুক্তি যুগে মানুষ সমস্ত কিছু করে থাকে অনলাইনের মাধ্যমে। অনলাইনে মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকে। এমনকি কোন জিনিস কেনাবেচা করে। এজন্য ক্রেতা বা বিক্রেতা সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলে। প্রযুক্তি মানুষের চাহিদা হিসাবে অনেক কিছু বহন করছে।
আরোও পড়ুনঃ হোয়াটস অ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন- সম্পর্কে বিস্তারিত
যা মানুষের কল্পনার বাইরে। প্রযুক্তি থেমে নেই প্রতিনিয়ত নতুন নতুন কৌশল নতুন নতুন অপরটিক্যাল সিস্টেম তৈরি করছে। যা মানুষের দৈনিন্দ্য জীবনে বিশেষ ভূমিকা রাখছে। IOS 14 এখন আইফোনে ব্যবহার করা হয়েছে। এবং কেউ কল করলে কল ফ্রি বিজ্ঞাপন ভাবে উপস্থিতি হবে। সিরি পুরো স্কিন ইন্টারফেস্ট দিয়ে পুরো কভার করতে পারে। আইফোন বা IPadOS 14 এই অপরটিক্যাল সিস্টেমটি আছে।কিন্তু এটি সেটিং এর ভিতর থেকে অন্য না করলে এর কার্যক্রম শুরু হয় না। এই জন্য এই সিস্টেমটা অন করতে হলে অবশ্যই সেটিং এর মধ্যে যে ফাংশনটি অন করে নিতে হবে।
তাহলে ফোনের এবং আইপ্যাডের ফুল স্ক্রিন কভার করবে। এই সিস্টেমটি অনেকে অন করতে জানে। আবার অনেকেই জানে না। বিশেষ করে যাদের প্রযুক্তির উপর বেশি জ্ঞান আছে এবং প্রযুক্তি নিয়ে বেশি ঘাটাঘাটি করে তারাই করতে পারবে। আপনি হয়তো বা টেনশনের মধ্যে আছেন যে কিভাবে সিস্টেমটি অন ককব। আমি আপনাকে সঠিক এবং সহজ ভাবে দিকনির্দেশন দিয়ে কোথায় গিয়ে অন করবেন সমস্ত ব্যাপারে আলোচনা করছি। নিচেই সম্পূর্ণ আলোচনা করা হলো।
IOS 14 মূলত এর কাজ কি জেনে নিন
IOS 14 মূলত একটি অপরটিক্যাল সিস্টেম। এই সিস্টেমটি সাধারণত আইফোনে দেওয়া থাকে। এই সিস্টেমটি আইফোনে চালু করার ফলে iphone এর কার্যকারী ক্ষমতা অনেক বেশি হয় । এই সিস্টেমটি ফলে আইফোনের ডিসপ্লের কালার এবং ক্যামেরা কালার সুন্দর ক্যাপচার করে। কেউ ফোন দিলে দেখা যায় কল ধরার সঙ্গে একটি ক্যাপচার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পেছনে শো করে। এর ফলে কথা বলার ইন্টারেস্টটা আরো বেশি বেড়ে যায়। কোনো অগোছালো পরিবেশের মাঝে কথা বললে যেন মনে হয় সুন্দর পরিবেশের মাঝে কথা বলছি।
এমনকি পেছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড় পর্বত হিমালয় পর্বত এমন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। যার ফলে একজন আপনার সাথে কথা বললেও সে বুঝতে পারবে না। আপনি কোথায় থেকে কথা বলছেন। আপনি যদি বলেন বা দেখান যে আছেন বাংলাদেশের এক প্রান্তে। কিন্তু যদি বলেন আমি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ায় আসি তাও সে বিশ্বাস করে নেবে। এই ব্যাকগ্রাউন্ড টা রিয়েল মনে হবে অর্থাৎ রিয়েল ভাবে ফোনের ফুল স্ক্রিন জুড়ে আসবে। যার ফলে কেউ বুঝতেই পারবে না। তাছাড়া ফোন ফাস্ট কাজ করে। এবং iphone অন্যান্য ফোনের চাইতে অনেক দিন লাস্টিং করে।
আই ফোন এবং সাধারণ ফোন আকাশ পাতাল তফাৎ। একটি সাধারন ফোন কিনতে গেলে ১০০০০ টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। কিন্তু একটি আইফোন কিনতে গেলে প্রায় .২ আড়াই লাখ টাকা লেগে যায়। তাহলে আপনি একটা চিন্তা করে দেখেন কোথায় দশ হাজার টাকার ফোন আর কোথায় দু লাখ টাকার ফোন। এই জন্যে আইফোন অন্যান্য ফোনের চাইতে পারফরম্যান্স অনেক ভালো। আইফোন অনেকেই কেনার জন্য আগ্রহ করে স্বপ্ন দেখে কিন্তু এত টাকা দিয়ে কেনার সাধ্য কারোর হয় না। এই জন্য শুধুমাত্র iphon এবং ipad এর এই অপরটিক্যাল সিস্টেমটি দেওয়া থাকে।
অন্য কোন ফোনে এই সিস্টেম চালু করতে পারবেনা। আপনি হয়তো বা আপনার কম দামের ফোনে youtube facebook থেকে দেখেছেন যে সাধারণ ফোনে ও এই সিস্টেমটি অন করা যায়। এবং বলে প্লে স্টোর থেকে অমুক সফটওয়্যার ইন্সটল করে নেন। এবং আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখান থেকে ইন্সটল অথবা ডাউনলোড করে নিন। এমন চক্রান্তর ফাঁদে পড়বেন না কারণ এই সিস্টেমটি অল্প দামের ফোনে হবে না। iphone অথবা ipad হওয়া লাগবে।
IPadOS 14 মূলত এর কাজ কি জেনে নিন
IPadOS 14 আসলে এটা কি আমাদের জানা দরকার। IOS 14 এর আপডেট ভার্সন হচ্ছে আই প্যাড ১৪ ভার্সন। এটা অ্যাপেল কোম্পানির নতুন একটি ফিউচার ভার্শন। অ্যাপেল কোম্পানির ট্যাব মোবাইলে এগুলোতে ভার্সন ব্যবহার করেছে। IPadOS 14 দুর্দান্ত ফিউচার একটি ভার্সন। বর্তমান প্রযুক্তি যুগে এটি সবচেয়ে জনপ্রিয় একটি ভার্সন কিন্তু IPadOS 14 এবং IOS 14 ভার্সন এর কাজ কিন্তু একই। বর্তমান প্রযুক্তির দিক থেকে আইপ্যাড লঞ্চ করেছে অ্যাপেল কোম্পানি। অ্যাপেল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যয়বহ কোম্পানি। এই কোম্পানি যেসব পণ্য বা প্রোডাক্ট লঞ্চ করে ।
অন্য কোন কোম্পানি করতে পারেনা। অ্যাপেল কোম্পানির যেকোনো প্রোডাক্ট সাধারণ মানুষের কেনা সম্ভব নয়। এদের প্রোডাক্ট যেমন ভালো টেকসই তেমনি দামও অনেক। অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট গ্রহণ করতে পারবে যাদের আর্থিক দিক থেকে ভালো চাকরিজীবী মাসে ৫০-৬০ হাজার টাকা ইনকাম করে। এসব ব্যক্তিরা এই অ্যাপেল কোম্পানির পণ্য ব্যবহার করতে পারবে। অ্যাপেল কোম্পানির যেকোনো পণ্য বা প্রোডাক্ট অনেক দিন ব্যবহার করতে পারবেন। অ্যাপেল কোম্পানির আইফোনে দুর্দান্ত ফিউচার রয়েছে। এবং এই ফোনের পারফরম্যান্স অনেক ভালো।
আইপ্যাড এবং ফোন বাজারে লঞ্চ করেছে অ্যাপেল কোম্পানির। এই ফোনে ভার্সন দেওয়া রয়েছে। এখনকার ফোন চোখের ইশারায় চলছে । ফোন কোম্পানি প্রযুক্তি দিক থেকে অনেক এগিয়ে গেছে। যা অন্য কোন কোম্পানি পিছু ফেলতে পারেনি। আপেল কোম্পানি বছরে অন্যান্য কোম্পানির চাইতে ফোন বাজারজাত করে কম। এদের পণ্য সারা বিশ্বের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভালো ফিউচার ফোন পেতে হলে অ্যাপেল কোম্পানি থেকে কিনতে হবে। সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান আপেল কোম্পানি।
আইফোনে IOS 14 সিরি চালু করবেন যেভাবে
আইফোনে IOS 14 সিরি চালু করতে। কিছু ধাপ অবলম্বন করতে হবে। সে বিষয়টি না জানলে কিন্তু চালু করতে পারবেন না। এটা শুধু iphone এর ক্ষেত্রে। যাদের আইফোন আছে তারা IOS 14 সিরি চালু করতে পারবে। সিরি নিজের ফোনে থাকার ফলে ছবি স্পষ্ট দেখা যাবে। যতদিন ফোন থাকবে বা চলবে ততদিন এই IOS 14 সিরি ফাংশনটি অন করলে রিয়েল টাইম থেকে যাবে। আপনি কিছুদিন চালানোর পরে এই ফাংশনটি আপনার কাছে ভালো না লাগে তাহলে ফাংশনটি আপনি অফ করে দিতে পারবেন। এমনই একটি দুর্দান্ত ফাংশন ভালো লাগারি কথা।
আরোও পড়ুনঃ টিকটক থেকে টাকা ইনকাম করার নিয়ম
এই ফাংশনটি অন করা থাকলে কথা বলার ইন্টারেস্ট বেড়ে যায়। নিজে কোন পরিবেশ থেকে কথা বলছি। সেটা কেউ সঠিকভাবে বলতে পারবেনা। কারণ অনেক সময় পিছের ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মত ঘোলা করে রাখা যা। আবার যদি মনে করেন পিছের ব্যাকগ্রাউন্ড যেকোনো কালার রাখবো তাও রাখতে পারবে। আইফোনে এই ফাংশনটি চমৎকার ভাবে কাজ করে। এবং ভিডিও কলে কথা বলার সময় ফোনের ডিসপ্লে জুড়ে ভিডিও কানেক্ট হবে। চলুন জেনে নেয়া যাক কিভাবে আইফোনে আই ও এস ১৪ চালু করা যায়।
- আপনার আইফোনের সেটিং এর মধ্যে যাবেন।
- অ্যাক্সেসিবিলিটি লেখা আছে তারপরে ক্লিক করবেন।
- নীচে স্ক্রোল করে করে সিরি নামটি খুঁজে ক্লিক করুন।
- সিরির মধ্যে ক্লিক করে ঢোকার পরে একদম নিচেই দেখতে পাবেন Show Apps Behind Siri পাশে দেখতে পাবেন অফ অন করা ফাংশন। ওখান থেকে অফ করে দিবেন।
এভাবে আপনার আইফোনে ios অন করে দিতে পারবেন। ios সিরির পুরো ফোকাস দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করবে। আপনি মনে করেন ios অফ করে দিবেন তাহলে যেভাবে অন করলেন। সে ভাবে সেখান থেকে অন করে দিবেন। তাহলে বন্ধ হয়ে যাবে।
IPadOS 14 সিরি চালু করবেন যেভাবে
IPadOS 14 সিরি চালু করবেন যেভাবে এই বিষয় নিয়ে আলোচনা করছি। আই ও এস এবং আইপ্যাড কার্যকরী ক্ষমতা একই। আই ও এস এটা প্রথম ভার্সন এর পরে যে ভার্শন টি এসেছে সেটি হচ্ছে আইপ্যাড ওএস ১৪। ios যেভাবে সেটিং থেকে অন করতে হয়। সেম একইভাবে আইপ্যাড ওএস ১৪ ফোনে অন করতে হয়।.
বর্তমানে এই ফাংশনটি ব্যাপক দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। প্রযুক্তি আরও উন্নতি হচ্ছে নিত্য রকম ফাংশন ডিভাইসের মধ্যে দেওয়া হচ্ছে। যার ফলে ডিভাইস গুলো আরো শক্তিশালী হচ্ছে। ফোনের মধ্যে বিভিন্ন ফাংশন থাকার কারণে ব্যবহারকারীদের ফোন ব্যবহার করার প্রতি আগ্রহ বাড়ছে। চলুন সেম ভাবে যেভাবে IPadOS 14 অন করবেন দেখে নেয়া যাক।
- আইডিয়া প্যাড এর সেটিং অন করবেন।
- এরপর অ্যাক্সেসিবিলিটিতে উপর ক্লিক করবেন।
- স্ক্রোল করে নিচেই দেখবেন সিরি অপশনটি ওর উপর ক্লিক করবেন।
- সিরি ওপর ক্লিক করার পরে একদম নিচে দেখবেন Show Apps Behind Siri।
- দেখতে পাবেন অন অফ করার ফাংশন ওখান থেকে বন্ধ করে দিবেন।
- তাহলে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মত ঝাপসা হয়ে যাবে।
ফুল স্ক্রিন মোড ইমপ্লিমেন্ট করার পদ্ধতি দেখে নিন
- Prefers হোম ইনডেক্টর অটো হিডেন ব্যবহার করাঃ এর মাধ্যমে আই ও এস ১৪ হোম ইন্ডিকেটর লুকিয়ে রেখে সম্পূর্ণ ফুল স্কিন মোড তৈরি করা সম্ভব। সেটিং দিয়ে বিশেষভাবে কার্যকর যখন আপনি এমন একটি অ্যাপ তৈরি করেছেন সেখানে ব্যবহারকারীকে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ফোকাস করতে হবে।যেমন ভিডিও প্লেয়ার এবং গেমিং অ্যাপ।
- স্ট্যাটাস বার হাইড করাঃ অপশনটি ব্যবহার করার ফলে ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহারের সময় সম্পূর্ণ স্ক্রিনে মনোযোগ দিতে পারে কোন ডিসকাশন ছাড়াই।
- ফুল স্ক্রিন প্রেজেন্টেশন স্টাইল ব্যবহার করাঃ ফুল স্ক্রিন মধ্যে একটি নতুন ভিউ কন্ট্রোলার প্রদর্শন করতে হলে মডেল প্রেজেন্টেশন স্টাইল সেট আপ করতে হবে।এটি ব্যবহার করার ফলে নতুন স্কিন সম্পূর্ণ মধ্যে খুলবে সেখানে ব্যাকগ্রাউন্ড অন্য কোন UI কোন কিছু দৃশ্যমান থাকবে না।
- গেসচার কন্ট্রোল যোগ করাঃ ব্যবহারকারীরা খুব সহজে ফুল স্কিন মোড থেকে বের হতে পারবে এই জন্য UISwipe Gesture Recognizer ব্যবহার করা যেতে পারে এটি সাধারণত ভিডিও প্লেয়ার বা গ্যালারি ক্ষেত্রে ব্যবহার করা হয়। যা ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করে।
- কাস্টম অ্যানিমেশন ব্যবহার করাঃ ফুল স্ক্রিন মোডের জন্য কাস্টম অনিমেশন ব্যবহার করা হলে ব্যবহারকারী অভিজ্ঞতা আরও উন্নতি হয়। যা ব্যবহারকারীর জন্য আরো আনন্দদায়ক হয়।
- ডিভাইস রোটেশন হ্যান্ডেল করাঃ ফুল স্ক্রিন মুডে ডিভাইস রোটেশন হ্যান্ডেল করা গুরুত্বপূর্ণ এই জন্য ব্যবহারের সময় স্কিন রোটেট করলে UI সঠিকভাবে আপডেট করতে হবে।
যেভাবে সাইন আপ করবেন অ্যাপলে
অ্যাপেল আইডি তৈরি করতে যা প্রয়োজন
- একটি বৈধ ইমেইল ঠিকানা।
- একটি শক্তিশালী পাসওয়ার্ড।
- জন্ম তারিখ।
- মোবাইল নম্বর ভেরিফিকেশন এর জন্য প্রয়োজন হবে।
- একটি নিরাপত্তা প্রশ্ন এবং উত্তর।
Iphone বা ipad অথবা মেসি থেকে সাইন আপ করার পদ্ধতি
- সেটিং অ্যাপস এর মধ্যে ঢুকতে হবে।
- স্কিনের উপর চাইল টু ইওর iphone অপসনে চাপ দিন।
- Don t have an Apple ID or forgot it নির্বাচন করতে হবে।
- এরপর কারেক্ট অ্যাপেল আইডি অপশনে চাপ দিন।
- আপনার নাম জন্মতারিখ এবং ইমেইল ঠিকানা প্রদান করতে হবে।
- একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং কিছু নিরাপত্তা প্রশ্নের উত্তর দিতে হবে।
- মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করুন।
- অ্যাপেলে সত্য বলে মেনে Agree বাটনে চাপ দিন।
ওয়েবসাইট ব্যবহার করে অ্যাপেল আইডি তৈরি
- ব্রাউজারের থেকে অ্যাপেল আইডি ওয়েবসাইটে যান।
- Create Your অ্যাপেল আইডি অপশন এ ক্লিক করুন।
- আপনার নাম ইমেইল পাসওয়ার্ড জন্ম তারিখ এবং যে দেশে থাকেন সেই দেশটি নির্বাচন করুন।
- ক্যাপচা পূরণ করুন এবং কন্টিনিউ ক্লিক করুন।
- আপনার ইমেইল ঠিকানা পাঠানো কোড প্রবেশ করিয়ে একাউন্ট ভেরিফাই করুন।
অ্যাপেল আইডি ব্যবহারের সুবিধা
- অ্যাপেল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এবং আপডেট করা যায়।
- iCloud ব্যবহার করে ডাটা ব্যাকআপ করা যায়।
- ফেস্ট টাইম এবং আই মেসেজ ব্যবহার করা যায়।
- MacBook, iPhone, iPad অন্যান্য অ্যাপেল ডিভাইসের মধ্যে ডাটা শেয়ার করা যাবে।
IOS 14 এবং IPadOS 14 এ ফুল স্ক্রীন তৈরি করা খুব সহজ। iphoneঅথবা ipad ইনস্টল করতে পারবেন IOS 14 এবং IPadOS 14 । ইনস্টল করতে হলে আপনাকে যেগুলো প্রয়োজন সেই বিষয় সম্পর্কে জানা দরকার। তা না হলে ইন্সটল করতে পারবেন না।আইফোন অথবা আইপ্যাড বাদে কোন ফোনে ios install করতে পারবেন না। এটি অ্যাপেল কোম্পানির থেকে তৈরি কনফিগারআলা সফটওয়্যার।
আরোও পড়ুনঃ মালয়েশিয়া কৃষি কাজের বেতন কত জেনে নিন
এই সফটওয়্যার অ্যাপেল কোম্পানি শুধু তাদের ফোনের জন্যই তৈরি করেছে। এই সফটওয়্যার কোথায় থেকে কিভাবে ইন্সটল করতে হবে এবং কিভাবে সেট করতে হবে ফোনে এই বিষয়ে আলোচনা করছি। যদি আপনার iphone থাকে আপনি এভাবে আপনার ফোনে ইন্সটল পারবেন। আর যদি না থাকে তাহলে অন্য ফোনে ট্রাই করলেও হবে না।
- IOS 14 এবং IPadOS 14 ব্যবহার করে কনফিগারেশন প্রোফাইল কি ডাউনলোড করতে হবে।
- এরপর কনফিগারের ডাউনলোড করা হয়ে গেলে যে ফাইলটি আসবে সে ফাইলটি ক্লিক করবেন।
- সেটিং- সাধারণ- প্রোফাইল সেখান থেকে ডাউনলোড করুন প্রোফাইল।
- প্রোফাইল ডাউনলোড করার পরে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন তারপরে উপরের ডান দিকে ইন্সটল করুন দেখবেন। ওখানে ক্লিক করুন।
- তারপরে লিখতে হবে কোড লক। লেখা হয়ে গেলে ওখানে নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে আপনার যে ডিভাইস অর্থাৎ iphone একটি উইন্ডোজ প্রদর্শিত হবে তারপরে ফোনটি পুনরায় চালু করতে হবে।
- ফোনটি রিবুত হওয়ার পর সেটিং যেয়ে সাধারণ থেকে সফটওয়্যার আপডেট ফাংশনে যেয়ে। সেখানে দেখবেন IOS 14 অথবা আইপ্যাড ওএস ডাউনলোড ওখানে ক্লিক করবেন তাহলে ফোন চলার জন্য প্রস্তুত হবে।
কিউফুল ওয়েবসাইটতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url