ত্বকের এলার্জি দূর করার ঘরোয়া উপায়

ত্বকের এলার্জি প্রায় মানুষের মধ্যে দেখা যায়। কিন্তু অনেকেই খুব চিন্তিত হয়ে পড়ে । কি ব্যবহার করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই সমস্ত ব্যাপারে জানার জন্য বাকুল হয়ে থাকে। আজকে আমি এই আর্টিকেলের মধ্যে প্রকাশ করব ত্বকের এলার্জি দূর করার ঘরোয়া উপায়।

ত্বকের এলার্জি দূর করার ঘরোয়া উপায়

খুব সহজেই ত্বক থেকে এই এলার্জি রোগ চিরকালের জন্য মুক্তি করতে পারবেন। আর্টিকেলটি ধৈর্য ও মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন। পড়লেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ও নিজেই আপনার বাসায় বসে এলার্জির ট্রিটমেন্ট করতে পারবেন

পোস্টসূচিপত্রঃ ত্বকের এলার্জি দূর করার ঘরোয়া উপায় 

  • ত্বকের এলার্জি দূর করার ঘরোয়া উপায়
  • ঘরোয়া উপায় চোখের অ্যালার্জি দূর করার 
  • এলার্জি হওয়ার কিছু কারণ 
  • কি খেলে ত্বকের এলার্জি থেকে মুক্তি পাবেন 

ত্বকের এলার্জি দূর করার ঘরোয়া উপায়

ত্বকের এলার্জি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানার জন্য আপনি অস্থির হয়ে গেছেন। আপনি বাড়িতে বসে নিজের ট্রিটমেন্টে নিজের এলার্জি  রোগ চিরতরে মুক্তি দিতে পারবেন। সবাই জানে মানুষের সৌন্দর্যের বহন হচ্ছে ত্বক। আর সেই টক যদি দেখতে খারাপ হয়। এবং দাগড়া,ফোড়া,ঘা, চুলকানো, লালচে ইত্যাদি দেখা দেয়। 

তাহলে নিজের উপর ঘৃণা জন্মায়। মানুষের মধ্যে চলাফেরা করতে লজ্জা লাগে। নিজের ইচ্ছে মত খাদ্য খেতে না পারা। নিজের পছন্দমত পোশাক পড়তে না পারা।এক কথায় যেটাই নিজের এলার্জি বা চুলকানির হয় সেটা থেকে বিরত থাকা। ত্বকের এলার্জি চিরতরে দূর করার উপায় নিয়ে আলোচনা করছি। 

  • আপেল সিডার ভিনেগার ত্বকের এলার্জি রোগের জন্য বেশ কার্যকরী। আপেল সিডার ভিনেগারে  আছে অ্যাসিটিক অ্যাসিড। যখন আপনার ত্বকের এলার্জি অথবা চুলকানি ভাব দেখা দেবে। তখন অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করবেন।কিছুদিন ব্যবহার করার ফলে দেখবেন আপনার এলার্জি রোগ আর নাই। কিন্তু একটি সতর্ক রাখতে হবে ব্যবহারের সময়। কারণ অনেক সময় এইসব তরল পদার্থের শরীরে স্পর্শ করার ফলে চুলকানি বেশি হয়।
  • অ্যালোভেরা ব্যবহার করার ফলে শরীরে যে কোন জ্বালা পরা চুলকানির লালচে ভাব ঘা পচার। ত্বকের যে কোন সমস্যা থেকে মুক্তি পেতে এলোভেরা কার্যকরী ক্ষমতা বেশি। যখন শরীলে চুলকানি ভাব মনে হবে বা দেখা দেবে তখন টাটকা অ্যালোভেরা সেই ক্ষতস্থানে বা চুলকানি স্থানে লাগান। দেখবেন নিমিষে চুলকানি বা জ্বালাপোড়া কমে গেছে
  • এলার্জি রোগের বেশ কার্যকারী নিম পাতা এবং হলুদ। নিম পাতা এবং হলুদ সপ্তাহে ১-২ দিন ব্যবহারের ফলে আপনার শরীরের বা ত্বকের। যে ব্যাকটেরিয়া ভাইরাস বা জীবাণু বাসা বেধেছে। এই সমস্ত ভাইরাসের প্রভাব থেকে মুক্তি দেবে। ত্বকের সৌন্দর্য ফিরে আসবে। 
  • নারকেলতেল চুলকানোর জায়গায় ব্যবহার করলে কিছুক্ষণ পর বোঝা যায়। চুলকানো অনেকটা কমে গেছে। এজন্য  এলার্জির ভাব দেখা দিলে। চুলকায় সেই স্থানে নারিকেল তেল ভালোভাবে লাগাতে হবে। তাছাড়া একটু ভালো হয় তেল গরম করে ব্যবহার করলে।
  • টি-ট্রি অয়েল এলার্জি দূর করতে বেশ কার্যকরী। কারণ টি-ট্রি অয়েলে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিআইনফ্লেমেটরি। ত্বকের যেকোনো ধরনের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া লালছে হয়ে যাওয়া থেকে খুব দ্রুত মুক্তি দেয়। নিয়মিত ব্যবহার করার ফলে চিরতরে এলার্জি থেকে মুক্তি পেয়ে যাবেন।
  • ত্বকের এলার্জি দূর করতে নিয়মিত বেকিং সোডা ব্যবহার করুন। কারণ বেকিং সোডায় আছে এলার্জি দূর করার কার্যকারী ক্ষমতা। এই জন্য দিনে দুই থেকে তিনবার চুলকানোর ক্ষতস্থানে ব্যবহার করুন। বেকিং সোডা ২ চামস এবং ২ চামস পানি মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে ব্যবহার করতে হবে।

ঘরোয়া উপায় চোখের অ্যালার্জি দূর করার 

অ্যালার্জি এমনই একটি চর্মরোগ যা একেক সময় একেক ভাবে রূপ পরিবর্তন করে। দেখা যায় ত্বকে ছোট্ট ছোট্ট ফোড়া,ফোলা,টোকালো লালচে ঘা। আবার দেখা যায় মিনমিন করে চোখ চুলকানো, চোখে লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি ঝরা ,চোখ ফুলে যাওয়া। এলার্জি হওয়া মানেই বিরাট একটা টেনশন বা সমস্যা মধ্যে পড়া। কোন কিছু ভালো লাগে না। কোন কিছু খেতে ভালো লাগে না।  এই জন্য এ আর্টিকেলে মাধ্যমে ঘরোয়া উপায়ে চোখের এলার্জি দূর করার পদ্ধতি শেয়ার করছে।

লবণ পানির উপকারিতাঃ এক কাপ পানির মধ্যে দুই থেকে তিন চামচ লবণ গুলিয়ে গরম করুন। এরপর গরম পানি ঠান্ডা হয়ে গেলে। সেই ফোটানো গরম পানি একটি পরিষ্কার কাপড় দিয়ে। চোখ ভালো করে পরিষ্কার করুন। এভাবে কিছুদিন নিয়মিত করলে চোখের এলার্জি থেকে মুক্তি পাওয়া যাবে

মধুঃ মধুতে আছে সকল রোগের ওষুধ অর্থাৎ সেফা। এজন্য মধু প্রতিদিন নিয়মিত সেবন করতে হবে। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই থেকে তিন চামচ মধু খেতে হবে। এতে এলার্জির প্রভাব চোখ থেকে কেটে যাবে বা চিরতরে মুক্তি হয়ে যাবে। 

চোখের যত্নঃ দেনদিন দিন জীবনে চলাফেরা করতে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। এমন সময় দেখা যায় রাস্তাতে চলাফেরার সময় চোখে ধুলাবালি পরে। এখান থেকেও  চোখের প্রবলেম হয়। আবার বাসায় গিয়ে টিভি বা মোবাইলের দিকে একটানা তাকিয়ে থাকার কারণে সমস্যা হয়। এসব সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে হলে নিজেকে সতর্ক অবলম্বন এর সাথে চোখে চশমা ব্যবহার করতে হবে।

ভিটামিন সি জাতীয় খাদ্য খাওয়াঃ যেমন, কমলালেবু জলপাই পেয়ারা মালটা আঙ্গুর ইত্যাদি এইসব ফলে আছে  প্রচুর পরিমাণ শক্তি। যার ফলে চোখের এলার্জি নিমিষে  দূর করতে সাহায্য করে।

কালেজিরা সকল রোগের ওষুধঃ প্রতিদিন রাতে শোবার আগে নিয়মিত কালোজিরা সেবন করতে হবে এতে দেহ র যেকোনো রোগ থাকলে তা থেকে মুক্তি পাওয়া যাবে।

এলার্জি হওয়ার কিছু কারণ  

মারাত্ন এলার্জি প্রভাবে অনেকেই আক্রান্ত হচ্ছে।এলার্জি হওয়ার  কারনে দেখা যাচ্ছে ত্বকে দাদ,ঘা,ফুরা, ইত্যাদি হচ্ছে। এটা ধীরে ধীরে ত্বকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এতে ক্যান্সারের মত কার ভয়ংকর রোগ ও হতে পারে। সঠিক ভাবে ট্রিটমেন্ট করতে হবে।

অনেক সময় দেখা যায় পারফিউ সাবান ছুনু প্লাস্টিকের দ্রব্য ইত্যাদি থেকে এলার্জি হতে পারে। যে ধরনের দ্রব্য থেকে এলআরসি হতে পারে এ ধরনের দ্রব্য এড়িয়ে চলতে হবে। এনআরসি হতে পারে এ ধরনের দ্রব্য বা কারণ উল্লেখ করা হলো।  যেমন,
  • মশাই কামরে এলার্জি বাড়ে 
  • চুলে বিভিন্ন কালর করার ফলেও এলার্জি বারতে পারে
  • তকের যন্ত না নেওয়ার ফলে এলার্জি হতে পারে।
  • পরিবেশ দূষণ হওয়ার ফলেও এলার্জি হতে পারে।
  • তোকে ময়লা জমে থাকার কারণে এলার্জি হতে পারে 
  • তোকে বিভিন্ন কিরিম বা ছনু ব্যবহার করার ফলেও  এলার্জি বারতে পারে। 
এলার্জি এমন একটি রোগ এ প্রায় মানুষের মধ্যে এই রোগ দেখা যায়। এই রোগে ছোট-বড় বয়স্ক সবাই আক্রান্ত হচ্ছে। কিন্তু এর কি সমাধান কি খেলে চিরতরে মুক্তি পাওয়া যায়। আপনাকে সঠিক তথ্য  দেব। যা খেলে আপনার ত্বক থেকে এলার্জি চিরতরে বিদায় নেবে  এবং সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবে 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কিউফুল ওয়েবসাইটতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url