১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025
১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025। আপনি স্বল্প দামের মধ্যে ভালো ফোন খুঁজছেন আপনার জন্য আজকের আর্টিকেল। ১০ হাজার টাকার মধ্যে ভালো ফোন নিয়ে আলোচনা করব। এখন সারা বিশ্বের মধ্যে android ফোনের ব্যাপক চাহিদা বেড়েছে। এছাড়া এন্ড্রয়েড ফোন কোম্পানি মানুষের চাহিদা হিসাবে তারা বিভিন্ন ক্যাটাগরি মধ্যে ফোন তৈরি করছে।
১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025 সালের। সবচেয়ে ভালো ফোন তুলে ধরবো। ১০০০০ টাকার বাজেটের মধ্যেই কিনতে পারবেন। অবশ্যই এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে সম্পন্ন পড়ুন। ১০ হাজার টাকার ফোনের মধ্যে কি কি ফিউচার পাবেন সমস্ত ব্যাপারে জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ ১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025
- ১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025
- ১০০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
- Proton X10 Pro মোবাইল
- Lava Yuva Smart মোবাইল
- Itel Zeno10 মোবাইল
- Honor X5b মোবাইল
- Infix Smart 9 মোবাইল
- Umidigi G9A মোবাইল
- Tecno SPARK Go 1S মোবাইল
- লেখক এর মন্তব্যঃ ১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025
১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025
১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025 সালের। স্বল্প বাজেটের মধ্যে সবচাইতে
জনপ্রিয় ফোন নিয়ে আলোচনা করব। বর্তমান প্রযুক্তি যুগে ছোট বড় সবার হাতে
এন্ড্রয়েড ফোনের ব্যাপক চাহিদা বেড়েছে। এখন দিন যেমন পাল্টাচ্ছে তেমন প্রযুক্তি
আরো উন্নতি হচ্ছে। ফোন কিনার আগে ভালোভাবে দেখে শুনে কিনতে হবে। ফোনের
ভিতর গ্রাহকের মন জয় করার জন্য বিভিন্ন কোয়ালিটির ফাংশন দিয়ে
থাকছে। সবাই চাই যে স্বল্প দামের ভিতরে উন্নত মানের একটি ফোন ক্রয়
করতে।
যে ফোন দিয়ে সব কাজ করা যেতে পারে। এখন বর্তমানে মানুষের মাঝে গেম খেলার বেশি
চাহিদা বেড়েছে।কোন গেমিং ফোন ভালো হবে।এবং কোন ফোন দিয়ে ক্যামেরা এবং ভিডিও
ভালোভাবে করতে পারবেন। ফোনের প্রসেসর এবং র্যাম রম ভালো হবে এমন একটি
ফোন স্বল্প দামের ভিতর সবাই কিনতে চায়। অনেকেই আছে নিম্নবিত্ত।
আরোও পড়ুনঃ প্রতিদিন ৪০০০ হাজার টাকা আয় করুন
ইচ্ছা থাকলেও ভালো ফোন কেনার সামর্থ্য হয় না। এজন্য দশ হাজার টাকার মধ্যে
সবচেয়ে ভালো ফিউচার থাকবে এমন ফোন আপনার মাঝে তুলে ধড়বো। এই ফোনগুলো এর মধ্যে
থেকে আপনি যে কোন ফোন কিনলে আপনার কোন সমস্যা হবে না আপনি গেম এবং নেটের যেকোনো
কাজ করতে পারবেন।
১০০০০ টাকার মধ্যে ভাল মোবাইল আপনাদের মাঝে তুলে ধরব। যে মোবাইল দিয়ে আপনি
অনায়াসে নিরাপদে ব্যবহার করতে পারবেন । কোন সমস্যা সম্মুখীন হতে হবে না।
ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিক টক গেম সবকিছু হাওয়ার গতিতে চালাতে পারবেন।
ফোনগুলো চালাতে আপনার কোন সমস্যা হবে না।
এমন কি হ্যাং হয়ে যাওয়া সম্ভাবনাও থাকবে না। এই ফোনগুলোর ব্যাটারি অনেক
শক্তিশালী হবে। ২দিন ব্যবহার করতে পারবেন। প্রসেসর র্যাম রম ডিসপ্লে ফোনের
কোয়ালিটি সবকিছু ভালো পাবেন। স্বল্প দামের ভিতর সবচেয়ে ভালো ফোন। ফোন গুলো
আপনার সামনে তুলে ধরছি। যেমনঃ
- Proton X10 Pro
- Lava Yuva Smart
- Itel Zeno10
- Honor X5b
- Infix Smart 9
- Umidigi G9A
Proton X10 Pro মোবাইল
Proton X10 Pro স্বল্প বাজেটের ভিতরে সবচেয়ে ভালো একটি ফোন। এই ফোনটি বাংলাদেশি
আরএফএল কোম্পানি এই প্রথম স্মার্টফোন বাজারজাত করেছে। নিঃসন্দেহে ব্যবহার করতে
পারেন। পল্টন এক্স টেন প্রো আমি নিজেও ব্যবহার করছি। অপরূপ ডিজাইনের
একটি ফোন। এই ফোনে থাকছে ৭২০ x ১৬১২ পিক্সেল ৬ পয়েন্ট ৬ ইঞ্চি আইপিএস
ডিসপ্লে। ফোনে প্রসেসর পাবেন Octa-core (Cortex-A75)। ফোনটি ফাস্ট
চলবে। এই ফোনে ইন্টার্নাল রম ১২৮ জিবি এবং র্যাম পাইছেন ৮ জিবি। এই
ফোনে দুর্দান্ত ক্যামেরা পাবেন ।
তিনটি ক্যামেরা থাকছে ফোনটির পেছনে। মেইন ক্যামেরা ৫২ মেগাপিক্সেল। তাছাড়া সেলফি
ক্যামেরায় পাচ্ছেন 8 মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে
পারবেন ১০৮০ পিক্সেল পর্যন্ত। তাছাড়া এই ফোনটি ব্যাটারি পাচ্ছেন ৫০৫০ এম্পিয়ার।
এই ফোনে এক টানা ৪৬ ঘন্টা কথা বলতে পারবেন। সাধারণভাবে যদি চালান তাহলে ফুল চার্জ
করলে 31 দিন পর্যন্ত চার্জ থাকা্র সম্ভব না রয়েছে।
Lava Yuva Smart মোবাইল
Lava Yuva Smart ইন্ডিয়ান কোম্পানির একটি ফোন । এ ফোন ব্যবহার করতে পারেন
স্বল্প দামের ভিতরে এটাও দুর্দান্ত একটি ফোন। এই ফোনের আই পি এস ডিসপ্লে ৬. ৭৫
ইঞ্চি এবং 720 থেকে 1600 পিক্সেল। অ্যান্ড্রয়েড ভার্সন পারছেন ১৪। এই
ফোনের ইন্টারনাল রম থাকছে ৬৪ জিবি এবং র্যাম থাকছে ৩ জিবি। তাছাড়া
এই ফোনে ক্যামেরা পাচ্ছেন ১৩ মেগাপিক্সের এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন ১০৮০
পিক্সেল পর্যন্ত।
আরোও পড়ুনঃ ইতালি ভিসা আবেদন করতে কী কী লাগে
সেলফি ক্যামেরায় থাকছে ৫ মেগাপিক্সেল। দুর্দান্ত ক্যামেরা দিয়ে আপনি অনায়াসে
ভিডিও কলে কথা বলতে পারেন। এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই ফোনে
ব্যাটারি পারছেন ৫০০০ এম্পিয়ার।এবং সাথে থাকছে ১০ ওয়ার্ড চার্জার। ফোনটি খুব
দ্রুত চার্জ হবে। এই ফোনটি তিন কালারে পাবেন।চকচকে সাদা, চকচকে নীল এবং
চকচকে ল্যাভেন্ডার। তা ছাড়া থাকছে ফিঙ্গারপ্রিন। এই ফোনটির দাম ১০০০০ টাকা।
Itel Zeno10 মোবাইল
Itel Zeno10 ফোনটি স্বল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটি ফোন। এ ফোনটি
বাজার মূল্য ১০ হাজার টাকা। এই ফোনে দুর্দান্ত ফিউচার আছে। এই ফোনটিতে পাবেন
আইপিএস ডিসপ্লে ৬.৬ ইঞ্চি ৭২০ থেকে ১৬১২ পিক্সেল এবং এই ফোনে প্রসেসর (Octa-core)
Unisoc T603 এবং ভার্সন android 14। এই ফোনে মেইন ক্যামেরা ৮ মেগাপিক্সেল
এবং সাথে আছে এলইডি ফ্লাশ। এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল।
এবং এই ফোনে ব্যাটারি ৫০০০ হাজার এম্পিয়ার এবং চার্জার পারছেন ১০ ওয়ার্ড।
যা খুব দ্রুত চার্জ হবে। এবং এই ফোনটি চার্জ দিলে একটা না ৪০ ঘন্টা কথা বলতে
পারবেন। ফোনে থাকছে ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি এবং র্যাম থাকছে
৩/৪ জিবি। ফোনটি অনায়াসে ব্যবহার করতে পারেন। খুব ভালো একটি ফোন।
Honor X5b মোবাইল
Honor X5b হাওয়ায় কোম্পানির দুর্দান্ত ফোন । এটি ২০২৫ সালের কমদামের
মধ্যে ভালো ফোন। এই ফোনটি কিনতে পারেন। ফোনটির বাজার মূল্য ৯৯৯৯ টাকা। এই ফোনে
যেকোনো কাজ অনায়াসে করতে পারবেন। তাছাড়া প্রত্যেকটা গেম খুব সুন্দর ভাবে খেলা
যাবে। ফোনটিতে থাকছে টিএফটি ডিসপ্লে ৬.৫৬ ইঞ্চি এবং ৭২০ থেকে ১৬১২ পিক্সেল এবং
কালার 269 পিপিআই। চোখের কোন ক্ষতি হবে না । এবং প্রসেসর ব্যবহার করা হয়েছে
(Mediatex Helio G36) এবং ভার্সন android 14, MagicOS 8।
তাছাড়া এখানে র্যাম পাচ্ছেন ৪ জিবি এবং রম ৬৪ জিবি। এবং ফোনের মেন
ক্যামেরা পাচ্ছেন ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা থাকছে ৫মেগা পিক্সেল।
ভিডিও রেকর্ডিং করতে পারবেন ১০৮০ মেগাপিক্সেল পর্যন্ত। ৫২০০ এম্পিয়ারের
শক্তিশালী ব্যাটারি থাকছে । এবং সাথে চার্জার পারছেন ১০ ওয়ার্ড। ফোনে
চার্জ হতে কম সময় লাগবে খুব দ্রুত চার্জ হবে । এই ফোনটি তিন কালারে
পাবেন।
Infix Smart 9 মোবাইল
Infix Smart 9 স্বল্প বাজেটে ভালো মানের একটি ফোন। এই ফোনটি চায়না
কোম্পানি। ফোনটি পাবেন ৯৯৯৯ টাকায়। এই ফোনে ভালো ফিউচার রাখছে। ফোনটি অনায়াসে
ব্যবহার করতে পারেন। যারা কম দামে ফোন কেনার নিয়ত করেছেন। এই ফোনটি কিনতে
পারেন। এই ফোনটিতে আইপিএস ৬ পয়েন্ট ৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৭২০ থেকে ১৬০০ পিক্সেল
ব্যবহার করা হয়েছে। এই ফোনে প্রসেসর পাবেন। অনেক ভালো ভার্সন ব্যবহার
করা হয়েছে android 14(Go edition) XOS 14। র্যাম থাকছে ৩/৪ জিবি এবং রম থাকছে
৬৪/১২৮ জিবি।
এই ফোনে ভালো ক্যামেরা পাচ্ছেন। মেইন ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল যা ভিডিও
রেকর্ডিং করতে পারবেন ১০৮০ পিক্সেল পর্যন্ত। এবং সেলফি ক্যামেরায় থাকছে ৮
মেগাপিক্সেল । এই ফোনে থাকছে 5000 এম্পিয়ার ব্যাটারী এবং থাকছে ১০
ওয়ার্ড চার্জার সীমিত সময়ের মধ্যে ফোন ফুল চার্জ হয়ে যাবে। এই ফোনটি পাবেন ৪
কালারে। এই ফোনটি আপনার জন্য অনেক ভালো হবে। অবশ্যই কম দামে ফোন কিনলে । এই
ফোনটি কিনতে পারেন।
Umidigi G9A মোবাইল
Umidigi G9A ১০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ সালের। স্বল্প দামের ভিতরে এই
ফোনটি অবশ্যই অনেক ভালো হবে। এই ফোনটি আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ব্যবহার করবেন।
কোন সমস্যা হবে না। ইন্টারনেট গেম অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই ফোনে
প্রসেসর থাকছে Octa-core(4x1.2GHz Cortex-A55)। এবং এই ফোনে
র্যাম থাকছে ৪ জিবি এবং রম থাকছে ৬৪ জিবি। এই ফোনে আইপিএস ডিসপ্লে ৬. ৭৫
ইঞ্চি এবং ৭২০ থেকে ১৬০০ পিক্সেল থাকছে।
এই ফোনের মেইন ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগা পিক্সেল DEPTH
ক্যামেরা । এবং ভিডিও রেকর্ডিং করা যাবে ১০৮০ পিক্সেল পর্যন্ত। ৫০০০
এম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকছে এবং সাথে থাকছে দশ ওয়ার্ড চার্জার।
ফোনটি খুব দ্রুত চার্জ হবে। এবং এই ফোন দুই কালারে পাওয়া যাবে। চায়না
কোম্পানির ফোন অবশ্যই এই ফোনটি কিনতে পারেন । এই ফোনটি দাম ৯৯৯০ টাকা।
Tecno SPARK Go 1S মোবাইল
Tecno SPARK Go 1S ২০২৫ সালের দুর্দান্ত একটি সেরা ফোন স্বল্প বাজেটের ।
10 হাজার টাকার মধ্যে ফোন কিনতে চাইছেন । এই ফোনটি কিনতে পারেন। এই ফোন দেখতে
যেমন সুন্দর ফোনের তেমনি ফিউচার আছে । এই ফোনে ডিসপ্লে পাচ্ছেন ৬ পয়েন্ট
৬৭ ইঞ্চি এবং ৭২০ থেকে ১৬০০ পিক্সেল। এবং এই ফোনে প্রসেসর থাকছে
(Octa-Core2.2GHz Cortex-A53) এই ফোনে রম থাকছে ৬৪ জিবি এবং র্যাম থাকছে ৩
জিবি।
এ ফোনে মেইন ক্যামেরায় পাচ্ছেন ১৩ মেগাপিক্সেল এবং ভিডিও রেকর্ডিং করা যাবে
১০৮০ পিক্সেল পর্যন্ত। এবং সেলফি ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেল এবং ডুয়েল
এলইডি ফ্ল্যাশ যা সুন্দর সেলফি তোলা সম্ভব হবে। ৫০০০ এম্পিয়ার এর শক্তিশালী
ব্যাটারি থাকছে এবং সাথে পাওয়া যাচ্ছে 15 ওয়ার্ড এর চার্জার। ফোনে খুব দ্রুত
চার্জ হবে সময় লাগবে কম। এই ফোনটি চায়না কোম্পানির ভালো মানের অল্প টাকার
ফোন। এবং এই ফোন দুই কালারে পাওয়া যাবে সাদা এবং কালো।
আরোও পড়ুনঃ যে ভাবে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করবেন
লেখক এর মন্তব্যঃ ১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025
এই আর্টিকেলে ১০০০০ টাকার মধ্যে ভালো ফোন 2025 সালের। ফোনগুলো নিয়ে
আলোচনা করেছি। এই ফোনগুলো ১০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। নিম্নবিত্তদের
জন্য এই ফোনগুলো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে। যেমন গুড় দিবেন তেমন মিষ্টি
হবে। কিন্তু এখানে এই ফোনে যা পাবেন খুব একটা ভালো হবে না। এজন্য দশ হাজার
টাকার ফোনে তেমন একটা ভালো কাজ করতে পারবেন না। যদি গেম খেলেন তাহলে নষ্ট হয়ে
যেতে পারে ।
এজন্য গেম খেলা বাদে এই ফোনগুলো খুব ভালো চলবে। যারা গেম খেলতে চাইছেন এই
ফোনগুলো তাদের জন্য নাই । গেম খেলার জন্য ফোন কিনতে হলে ১০০০০ টাকার উপরে
যে কিনতে হবে। তাহলে গেম খেলতে পারবে । এই ফোন গুলোর মধ্যে থেকে একটি ফোন আমি
নিজেও ব্যবহার করছি। বাংলাদেশের আরএফএল গ্রুপের নিউ ফোন পল্টন x10
pro।
অল্প বাজেটের মধ্যে এই ফোনটি কিনতে পারেন। এ ফোনটিতে ১২৮ জিবি এবং ৮ জিবি
র্যাম রম ব্যবহার করা হয়েছে। চাইলেও এই ফোন দিয়ে হয়তো বা গেম খেলতে
পারেন তেমন একটা সমস্যা হবে না। যদি আমার আর্টিকেলটি পড়ে আপনার সঠিক ফোনটি
ক্রয় করতে পারেন। তাহলে আমি ধন্য এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ
কিউফুল ওয়েবসাইটতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url