ইতালি ভিসা আবেদন করতে কী কী লাগে


ইতালি ভিসা আবেদন  করতে কী কী লাগে এই ব্যাপারে না জানেন এতালি যাওয়া অসম্ভাব । ইতালি যাওয়ার আগে অবশ্যই  ভিসা সংগ্রহ করা জরুলি। ভিসা ছাড়া ইতালি যাওয়া অসম্ভাব। ইতালি যাওয়া জন্য কয় একটি ভিসা আছে যেমন, স্টুডেন্ট ভিসা, ফ্যামেলি ভিসা , টুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা।
ইতালি-ভিসা-আবেদন-করতে-কী-কী-লাগে


আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইতালি আবেদন করার জন্য কি কি কাগজ পত্র  সংগ্রহ করতে হয়। বিস্তারিত জানতে অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন


 পোস্ট সূচিপএঃইতালি ভিসা আবেদন  করতে কী কী লাগে

 ইতালি ভিসা আবেদন  করতে কী কী লাগে

ইতালি ভিসা আবেদন  করতে কী কী লাগে। প্রত্যেক দেশে যাওয়ার জন্য ভিসা করতে বিভিন্ন ধরনের কাগজপত্র সংগ্রহ করতে হয়।প্রত্যেক ভিসার ধরন আলাদা।এবং যেই ভিসার ধরন যেমন সেই হিসাবে কাগজ সংগ্রহ করতে হয়।ইতালি ভিসা আবেদন করার জন্য সাধারনত যা যা প্রয়োজন হয়। অবশ্যই আবেদনকারী ছয় মাসের বৈধ  পাসপোর্ট তৈরি করে রাখতে হবে। আবেদনকারী পাসপোর্ট সাইজের ২কপি ছবি। ভিসা আবেদনের টাকা জমা দেয়ার রশিদ । 

আরো পড়ুনঃ....!

ইতালি-ভিসা-আবেদন-করতে-কী-কী-লাগে

ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সনদ পএ। নিজের বাতিগত কাগজ পত্র সরকারি অফিসচ থেকে সস্তাএত করে রাখতে হবে। পলিশ ভেরিফাই সার্টিফিকেট। কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ফর্ম। মেডিকেল সার্টিফিকেট। যে কোনো ব্যাংক স্টেটমেন্ট এবং টাকা তুলা বেতনের স্লিপ লাগলেয় লাগতে পারে। তা ছাড়া লাগতে পারে বসত বাড়ি হোল্ডিং নামবার । নিজের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

ফ্যামিলী ভিজিট ভিসা অথবা পরিবারেরক্ষেত্রে

ইতালি ভিসা আবেদন  করতে কী কী জানলে family ভিজিট ভিসা ও খুব সহজে করতে পারবেন। লাগে অরগিনাল ডিজিটাল পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্ট কোনা দরনের সন্সাদন করা থাকলে হবে না। এজন জন্ম নিবন্ধন সনদ অথবা হস্কুল ক লেজের সার্টিফিকেট এবং ভোটের আইদি কাড দিয়া ভিসার  আবেদন করতে হবে। বিয়ের অরজিনাল সার্টিফিকেট। বাক্তি গত সকল কাগজ সতাএয় করতে হবে। 

ভিসআর আবেদন ফ্রমে নিজের নামের সাথা পরিবাএর সবার বাতিগত পরিচয় মিল থাকতে হবে। পরিবাএর সবার সার্টিফিকেট। করনার ভ্যাকসিন এর কাগজ। তাছাড়া ছোট বাছাদের ক্ষেত্রে বাবা মায়ের স্বাক্ষর ভিসা আবেদন ফরমে দিতে হবে। বিয়ের  সমায় সাক্ষীদের কাগজ  পএ মানেজ করে রাক্তে হবে।

 টুরিস্ট ভিসা অথবা বেড়ানো ভিসা

এতালি বারাতে যাওয়ার জন্য অবশ্যয়  এই কাগজ গুলো সংগ্রহ করে রাক্তে হবে। যেমন,পাসপোর্ট সাইজের ২ কপি ছবি। ব্যাংক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করা। এবং নিজের অরজিনাল পাসপোর্ট। ভ্রমণ স্বাস্থ্য বীমা থেকে কাগজপত্র তরী করে রাক্তে হবে। যে কাজ করেন সেই কাজের কাগজ পত্র। 

যে কোন দেশের রেসিডেন্সি পারমিট কপি  সংগ্রহ করতে হবে। এয়ার টিকেট বুকিং  এর ফরম। এবং যেই উদশ বাড়াতে যাবেন সেই বিষায়ে   লেটার লিখে রাক্তে হবে।

স্টুডেন্ট ভিসা ক্ষেত্রে

ইতালি ভিসা স্টুডেন্ট খুব সহজে তৈরি করতে পারবে । ভিসা তৈরি  করার জন্য প্রয়োজন যেমন, পাসপোর্ট সাইজ এর ৪ কপি রঙিন ছবি । ইতালির যে কোন ইউনিভার্সিটি অফার লেটার। স্কুল কলেজের সকল  অরজিনাল সার্টিফিকেট এবং পরীক্ষার মার্কশিট। অরজিনাল পাসপোর্ট। সার্টিফিকেট IELTS স্কোর এর থাকতে হবে।  ব্যাংক সলভেন্সির  সকল কাগজ পত্র সংগ্রহ করতে হবে। ভিসা এপ্লিকেশন  অরজিনাল ফরম।

আরো পড়ুনঃ............!

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যয় রাখতে হবে।  সকল কাগজপত্র ভেরিফিকাশন করে রাখতে হবে। লিগেল  আইডেন্টিটি কাগজ পত্র সংগ্রহ করে রাখা। কোভিড-১৯ এর  সকল ভ্যাকসিন এর  কাগজপত্র অথবা ফরম। সছুল কলেজের সকল সার্টিফিকেট অরজিনাল এবং ফটোকপি  ইতালি অ্যাম্বাসি থেকে সত্যায়িত করতে হবে। রিকমেন্ডেশন  এবং মোটিভেশনাল লেটার কম্পিলেত করে রাখতে হবে

ইতালি ভিজিট ভিসার সুবিধা গুলো কি

ইতালি ভিজিট ভিসার সুবিধা গুলো জানলে অবাক হবেন। ভিজিত ভিসা থেকে যে সুবিধা পাওয়া যাই ধারাবাইক ভাবে আলোচনা করছি। ইটালি ভিসা থাকলে ২৮ টি ইউরোপদেশে ভ্রমন ভালো ভাবে করতে পারবেন। খুব সহজে যেকোনো সমায় ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। পর্যটন এবং সাংস্কৃতিক কর্মকান্ড খুব ভালভাবে করতে পারবেন কোন সমস্যা সম্মুখীন হতে হবে না। 

ইতালি-ভিসা-আবেদন-করতে-কী-কী-লাগে

মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব ফ্রী ভাবে দেখা করতে পারবে। ৯০ দিনের যেকোন সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। ইটালি  তে যে কোন মিতিং বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।

ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া জেনে রাখুন

ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া গুলো অবশ্যই জেনে রাখাতে হবে। টা না হলে সমস্যা মধ্যে পরতে পারেন। সমস্যার মধ্যে যদি না পরতে হয় তালি এই বিষয় গুলো জেনে রাখুন। যেই বিষয়ে ইতালি যেতে চান  সেই বিষয়ে ভিসা চয়েজ করে অনলাইনে ফরম পুরন করুন। 

সকল অরজিনাল কাগজ পত্র সংগ্রহ করতে হবে। ভিসার আবেদন ফরম পরন করার ফ্রি সম্পন পুরন করুন। তাছারা ভিসা আবেদন কেন্দ্রে যেয়ে আবেদন করে ফরম জমা দিন। ভিসা দেওয়ার সমায় হলে। দেরি না করে খুব তাড়া তারি ভিসা সংগ্রহ করতে হবে।

ইতালি ভিসা আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা 

ইতালি ভিসা আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বা দিক থাকে। সেই দিক বা কথা ফলো করতে হবে। ইটলী   ভিসা  আবেদন ফরমে সঠীক তথ্য না দিলে ফরম বাতিল হতে পারে। হাতে সমায় নিয়ে আবেদন করতে হবে। কারণ আবেদন করতে অনেক সমায় লাগতে পারে। নিজের সকল ব্যক্তিগত কাগজ পত্র সংগ্রহ করে রাখা জরুরী।

ইতালি ভিসা আবেদন করার জন্য ফরম

ইতালি ভিসার আবেদন করার জন্য আপনাকে আগে ফরম  সংগ্রহ করতে হবে। সরকারি ওয়েব সাইট থেকে ইতালি ভিসার ফরম ডাউনলোড করে নিতে পারেন। আপনার ফোন বা ল্যাপটপ অথবা কম্পিউটার ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে  www.visa application form.com লিখে। তখন দেখতে পাবেন আপনার সামনে পিডিএফ ফরম ওথবা ফাইল। ক্লিক দেয়ার সাথে সাথে ডাউনলোড শুরু হবে।

আরো পড়ুনঃ.......!

ইতালি ভিসা প্রসেসিং সম্মপকে

প্রসেসিং শুরু হয়  ভিসা আবেদন করার পর থেকে। ভিসা প্রসেসিং হতে ২ থেকে ৮বা ৯ সপ্তাহ সমায় লেগে যেতে পারে। অবশ্যই আপনার ফরমটি ভালো ভাবে দেখে শুনে পুরন করবেন। কাগজ পত্র এবং আবেদন ফরম সঠিক থাকলে খুব তারাতারি অনুমোদন পেয়ে যাবেন। অনেক সমায় ভিসা আবেদন করার পড়ে অনুমোদন পাওয়া যাইনা। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।

লেখকের শেষ কথা

ইতালি যাওয়ার জন্য কয়েকটি ভিসা আছে।যেমন ওয়ার্ক ভিসা বেড়ানো ভিসা স্টুডেন্ট ভিসা ফ্যামিলি ভিসা। কোন ভিসা ইতালি যেতে চান আপনি চয়েস করেন। এবং পোস্ট  সূচিপত্র থেকে দেখে নেন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কিউফুল ওয়েবসাইটতের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url